পিএনএস ডেস্ক : ভারতীয় অর্থনীতিতে ধাক্কা। ভারতীয় মুদ্রা রূপির দাম ডলারের তুলনায় তলানিতে গিয়ে ঠেকল। সর্বকালের রেকর্ড ভেঙে এক ডলারের দাম বেড়ে হলো ৭৭ দশমিক ৪৩ রুপি। এর আগে কখনও ভারতীয় মুদ্রার এত অবমূল্যায়ন হয়নি।
এর আগে গত মার্চে ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার সর্বনিম্ন মানের রেকর্ড হয়েছিল ৭৬ দশমিক ৯৮ রুপি।
সোমবার দিনের শুরুর দিকে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান কমতে কমতে একপর্যায়ে রেকর্ড ৭৭ দশমিক ৫২ রুপিতে পৌঁছায়। তবে পরে সামান্য বেড়ে ৭৭ দশমিক ৪৬-এ গিয়ে স্থির হয়।
এদিন, ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান ০ দশমিক ৭ শতাংশ কমে ৭৭ দশমিক ৪৩ রুপি দাঁড়িয়েছে।
পিএনএস/এমবিবি
সর্বকালের রেকর্ড ভেঙে ভারতীয় রুপির দরপতন
09-05-2022 11:46PM
