‌সুইডেন–ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানে এরদোগানের আপত্তি, যা বলছে যুক্তরাষ্ট্র

  14-05-2022 12:34PM




পিএনএস ডেস্ক: স্ক্যান্ডিনেভিয়ান দুই দেশ সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের আলোচনা জোটের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তবে ন্যাটোর একমাত্র মুসলিম সদস্যদেশ তুরস্ক ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগদান ইস্যুতে আপত্তি তুলেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ‘স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল সন্ত্রাসী সংগঠনগুলোর অতিথিশালা। এ পরিস্থিতিতে আমরা তাদের ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা সমর্থন করতে পারিনা।

তুর্কি প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর যুক্তরাষ্ট্র বলছে, তারা তুরস্কের অবস্থান আরও ভালোভাবে জানার জন্য কাজ করছেন।

এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, তুরস্ক ন্যাটোর মূল্যবান মিত্র। আঙ্কারা রাশিয়া-ইউক্রেনের মধ্যে সংলাপ আয়োজনে সম্পৃক্ত ছিল মন্তব্য করে তিনি বলেন, ইউক্রেনে তারা সহযোগিতা প্রদান করেছে। সুতরাং, ন্যাটোকে সহযোগিতার বিষয়ে তাদের (তুরস্কের) অবস্থান পরিবর্তন হয়নি। সূত্র: হিন্দুস্তানটাইমস

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন