‌সেনা অভ্যুত্থান, পুতিনের পতন আসন্ন: ইউক্রেনীয় জেনারেলের চাঞ্চল্যকর দাবি!

  15-05-2022 01:36PM




পিএনএস ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাতে সেনা অভ্যুত্থানের প্রক্রিয়া চলমান আছে বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল কিরিলো বুদানভ। তার দাবি, কোনোভাবেই এই সেনা অভ্যুত্থান থামানো যাবে না।

তিনি বলেন, ‘রাশিয়া ফেডারেশনের নেতৃত্ব পরিবর্তন ঘটাবে এটি। এই প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে, তারা পরিকল্পনা মাফিক সামনে এগিয়ে যাচ্ছে।’ ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সরসারি সাক্ষাৎকারে তিনি নিশ্চয়তা দিয়ে বলেন, ‘হ্যাঁ, তারা তাদের রাস্তায় আগাচ্ছে এবং তাদের রোখা অসম্ভব।’

এসময় পুতিন শারীরিক ও মানসিকভাবে খুব খারাপ অবস্থায় আছেন বলেও মন্তব্য করেছেন এই ইউক্রেনীয় জেনারেল। তার দাবি পুতিন ক্যান্সারসহ নানা রোগে ভুগছেন। এসময় তিনি জোর গলায় দাবি করেছে, তিনি কোনোরকম প্রোপাগাণ্ড ছড়াচ্ছেন না।

এ বিষয়ে রাশিয়া এখনও কোনো মন্তব্য করেনি। সূত্র: স্কাই নিউজ


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন