ইউক্রেনের প্রতি বলিষ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

  16-05-2022 11:44AM


পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনের ওপর অবিচল সহায়তার কথা পুনর্ব্যক্ত করেছেন। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজিনিকভের সঙ্গে টেলিফোনে সাক্ষাতে তিনি এই মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি অবিচল সমর্থন ব্যক্ত করেছেন প্রতিরক্ষাপ্রধান লয়েড অস্টিন।

ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রীকে যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তরের প্রধান রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপের আপডেট দেন। উল্লেখ্য, গত শুক্রবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগুর সঙ্গে টেলিফোনে আলাপ করেন লয়েড অস্টিন। ওই টেলিফোন আলাপে তিনি মস্কোকে অবিলম্বে ইউক্রেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

প্রতিরক্ষামন্ত্রী অস্টিন-রেজনিকভ যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এবং ইউক্রেনের প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন