বঙ্গবন্ধুর পলাতক খুনিরা লুকিয়ে থাকতে পারে ভারতেই, আশঙ্কা বিমান বসুর

  16-05-2022 03:34PM


পিএনএস ডেস্ক: বাংলাদেশ থেকে অপরাধ করে ভারতে পালিয়ে আসা একপ্রকার সংস্কৃতি হয়ে গিয়েছে। এই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ বামফ্রন্টের সাবেক চেয়ারম্যান ও সিপিআইএম নেতা বিমান বসু। তার আশঙ্কা, ‘বঙ্গবন্ধুর হত্যাকারীরা ভারতে এখনো লুকিয়ে থাকতে পারে। তার কারণ, অপরাধীরা মনে করে যদি তারা ভারতের মত বড় দেশে পালিয়ে যেতে পারে তাদের কেউ ধরতে পারবে না।’

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি) হাতে গ্রেফতার হন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার পলাতক আসামি প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) । এ ঘটনার প্রেক্ষিতে পব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বিমান বসু জানান, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিও এই পশ্চিমবঙ্গের মাটি থেকেই গ্রেফতার হয়েছিল। বাংলাদেশ থেকে অপরাধ করে ভারতে পালিয়ে আসাটা একপ্রকার সংস্কৃতি হয়ে গিয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাছাড়া আমিও বিভিন্ন পত্রপত্রিকায় পড়েছি বাংলাদেশে সাজার হাত থেকে বাঁচতে আসামিরা ভারতে পালিয়ে আসে। সেখানকার বিরোধী দলের অনেক নেতাকর্মীরাও আসাম, ত্রিপুরার মতো রাজ্যে লুকিয়ে রয়েছে। ভাষাগত মিল থাকায় অপরাধীদের শনাক্ত করা কঠিন। এই বিষয়ে ভারত সরকারের সতর্ক থাকা উচিত।’


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন