রাহুলকে চশমা খুলে উন্নয়ন দেখতে বললেন অমিত শাহ

  22-05-2022 03:42PM




পিএনএস ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে খোঁচা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার অরুণাচলে একটি অনুষ্ঠানে রাহুলের উদ্দেশে অমিত শাহ বলেন, ‘রাহুল বাবা ইতালির চশমা খুলে অরুণাচলের উন্নয়ন দেখুন। অরুণাচলে গত ৮ বছরে যে উন্নয়ন হয়েছে গত ৫০ বছরেও তা হয়নি। এই মানুষগুলো সব জেনেশুনেও চোখ বন্ধ করে রাখে।’

উল্লেখ্য, রাহুলের মা ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর জন্ম ইতালিতে। সেদিকেই হয়তো ইঙ্গিত করে রাহুলকে খোঁচা দিয়েছেন অমিত শাহ। বর্তমানে যুক্তরাজ্যে আছেন রাহুল।

অরুণাচলের রাজ্য সরকারের ক্ষমতায় আছে বিজেপি। রবিবার রাজ্যটির নামসাইতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অমিত শাহ। তিনি আরও বলেন, ‘অবকাঠামো, আইনশৃঙ্খলা জোরদার ও পর্যটন খাতের উন্নয়নে এখানে প্রচুর কাজ হয়েছে। এ উন্নয়নযজ্ঞে নেতৃত্ব দিয়েছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া

পিএনএস/আনোয়ার



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন