মস্কোর কথা শুনলেই ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা হবে : রাশিয়া

  24-06-2022 01:10PM



পিএনএস ডেস্ক : রাশিয়ার কথা শুনলেই কেবল ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে জানিয়েছে ক্রিমলিন। মস্কোতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। খবর আনাদোলুর।

রাশিয়া ইউক্রেনের শস্য চুরি করে নিয়ে যাচ্ছে বলে কিয়েভের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই সংবাদ সম্মেলন করেন পুতিনের মুখপাত্র।

দিমিত্রি পেসকোভ বলেন, রাশিয়া ইউক্রেনের শস্য চুরি করছে না। কিয়েভের এ অভিযোগ মিথ্যা বলে দাবি করে মস্কো।

এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু বলেছেন, রাশিয়া ইউক্রেন থেকে খাদ্যশস্য চুরি করে নিয়ে যাচ্ছে বলে কিয়েভ যে অভিযোগ করছে, তা তদন্ত করেছে আঙ্কারা। কিন্তু ইউক্রেনের এ অভিযোগের কোনো সত্যতা তুরস্ক পায়নি বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া সামরিক আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ রয়েছে।

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন