রাশিয়ার দখলে ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর

  24-06-2022 07:10PM

পিএনএস ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় লিসিচানস্কের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিরস্কে জেলা পুরোপুরি রাশিয়ার দখলে চলে গেছে।

ইউক্রেনের একজন স্থানীয় কর্মকর্তা টেলিভিশনে এ তথ্য নিশ্চিত করেন।

হিরস্কের পৌরসভার প্রধান ওলেক্সি বাবচেঙ্কো একটি টেলিভিশনে বলেন, দুর্ভাগ্যবশত, আজ সমগ্র হিরস্কে জেলা দখল হয়ে গেছে। শহরের উপকণ্ঠে লড়াই চললেও শত্রুরা শহরে প্রবেশ করেছে।

হিরস্কে এবং এর আশেপাশের বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ হারানোর ফলে লুহানস্কের শেষ প্রধান ইউক্রেনীয় নিয়ন্ত্রিত শহর লিসিচানস্ককেও রুশ বাহিনী তিন দিক থেকে ঘিরে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হিরস্কে এলাকায় দুই হাজার ইউক্রেনীয় সেনাকে ঘিরে ফেলেছে রুশ বাহিনী। তাদের মধ্যে ৮০ জনেরও বেশি বিদেশি ভাড়াটে সেনা রয়েছে।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন