জ্বালানি তেলের সংকট; ইরান ও ভেনেজুয়েলাকে ফিরিয়ে আনার আহ্বান ফ্রান্সের

  29-06-2022 11:04AM


পিএনএস ডেস্ক : ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ অব্যাহত থাকায় এবং বৈশ্বিক জ্বালানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিশ্বের তেল বাজারে ইরান ও ভেনেজুয়েলাকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে ফ্রান্স।

সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দফতর জানিয়েছে, ফ্রান্স বিশ্ব বাজারে ইরান এবং ভেনেজুয়েলার তেল সরবরাহ করতে চায় এবং এমন একটি প্রক্রিয়া ব্যবহার করতে চায় যাতে তেলের মূল্য রাশিয়ার উৎপাদনের ওপর নির্ভর করতে না হয়।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এবং রাশিয়ার উপর ব্যাপকমাত্রায় পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের পর থেকে বিশ্ববাজারে তেলের দাম ১২০ ডলারে পৌঁছেছে। যা গত বছরের তুলনাায় প্রায় দ্বিগুণ। এর ফলে বিশ্বে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে তেল ও তেল জাতীয় পণ্যের দাম অনেক বেড়েছে। এই পরিস্থিতিতে এসব দেশে মূল্যস্ফীতি ব্যাপকমাত্রায় বেড়ে গেছে এবং আসন্ন শীতকালে জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোর মতো মার্কিন যুক্তরাষ্ট্র ইরান ও ভেনেজুয়েলা তেল রপ্তানির ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে। সূত্র : রয়টার্স


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন