নূপুর শর্মার সমর্থককে হত্যা, রাজস্থানে কারফিউ জারি

  29-06-2022 11:49AM



পিএনএস ডেস্ক : ভারতের রাজস্থানের উদয়পুরে নূপুর শর্মার সমর্থক কানহাইয়া লাল তেলি নামের এক দর্জির গলা কেটে হত্যার জেরে রাজ্যজুড়ে জারি হয়েছে কারফিউ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। এরইমধ্যে হত্যার সাথে জড়িত দুই অভিযুক্ত আটক হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে কানহাইয়ার দোকানে জামা সেলাই করাতে খদ্দেরের ছদ্মবেশে আসা কয়েকজন আততায়ী ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে তাকে।

পরে সামাজিক মাধ্যমে হত্যার ভিডিও ছড়িয়ে দেয়া হয়।

এ ঘটনায় উদয়পুরের বেশ কিছু এলাকায় বিক্ষোভ শুরু হলে মোতায়েন করা হয় পুলিশ। এরইমধ্যে উদয়পুর শহরের সাতটি মহল্লায় জারি করা হয়েছে কারফিউ।

নিহত কানহাইয়া মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার সমর্থনে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এজন্য হুমকিও দেয়া হয়েছিল তাকে। একনাগাড়ে হুমকিতে কানহাইয়ালাল হয়রান হয়ে পড়েন। ৬ দিন ধরে দোকানও খোলেননি।

যারা হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু পুলিশ তাকে কয়েকদিন সতর্ক থাকতে বললেও অভিযুক্তদের গ্রেফতারে গুরুত্ব দেখায়নি বলে অভিযোগ।

এদিকে, নিহতের পরিবারের সদস্যরা সরকারের কাছে ৫০ লাখ টাকা ও একটি সরকারি চাকরি দাবি করেছেন।

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন