ইরানে ৬.১ মাত্রার ভূমিকম্প, নিহত ৫

  02-07-2022 12:11PM


পিএনএস ডেস্ক : ইরানের হরমুজগান প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইউরোপের ভূমিকম্প গবেষণা সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, প্রথম ভূমিকম্প স্থানীয় সময় রাত ১টা ৩২ মিনিটের দিকে আঘাত হানে। হরমুজগান প্রদেশের বন্দর খামির শহরের কাছে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

প্রথম ভূমিকম্পের প্রায় দু’ঘণ্টা পর রাত ৩ টা ২৪ মিনিটে একই প্রদেশের সায়েহ খোশ গ্রামে দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। এছাড়া প্রথম ও দ্বিতীয় ভূমিকম্পের মাঝের দু’ঘণ্টায় ৪ মাত্রার কয়েকটি ভূকম্পন হয়।

হরমুজগান প্রদেশের জরুরি ব্যবস্থাপনা প্রধান মেহেরদাদ হাসানজাদেহ বলেন, ভূমিকম্পে ৫ জন মারা গেছেন। ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, ইরানের গালফের কাছাকাছি সায়েহ খোশ গ্রামে আঘাত হানে। প্রথমবারের ভূমিকম্পের পর অন্তত ১২টি ছোট খাট কম্পন অনুভূত হয়।

বন্দর লেগেহর গভর্নর ফোয়াদ মোরাদজাদেহ বলেন, প্রথম ভূমিকম্পেই মানুষ হতাহত হয়, তবে পরবর্তীতে আরও দুটি বড় ভূমিকম্পে বেশিরভাগ মানুষ ঘর থেকে বেরিয়ে যাওয়ায় কেউ হতাহত হননি।


পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন