ইউক্রেনের খাদ্যশস্য নিয়ে সেই তিন জাহাজ তুরস্কে পৌঁছেছে

  07-08-2022 08:42AM



পিএনএস ডেস্ক : ইউক্রেনের তিনটি শস্যবাহী জাহাজ তুরস্কের বন্দরে নোঙর করেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

তুরস্কের গণমাধ্যম আনাদোলুর খবরে বলা হয়েছে, ইউক্রেনের শস্যবোঝাই জাহাজ তিনটি কৃষ্ণসাগরে তুরস্কের ইস্তানবুলের প্রবেশমুখে নোঙর করেছে।

এর আগে গত শুক্রবার পানামার পতাকাবাহী জাহাজ নেভিস্টার, মাল্টার পতাকাবাহী রোজেন এবং তুরস্কের পতাকাবাহী পোলারনেট জাহাজ ইউক্রেনের বন্দর ছাড়ে।
জাহাজগুলোতে মোট ৫৮ হাজার টন শস্য রয়েছে। তুরস্ক থেকে জাহাজগুলো আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে যাবে।

গত ২২ জুলাই তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় শস্য পরিবহনে ঐতিহাসিক চুক্তি করে রাশিয়া-ইউক্রেন। সেই চুক্তির আওতায় এখন পর্যন্ত চারটি জাহাজ ইউক্রেনের বন্দর দিয়ে তুরস্কের বন্দরে নোঙর করেছে। তুরস্কে ইউক্রেন-রাশিয়া ও জাতিসংঘের যৌথ কমিশনের পরীক্ষা-নিরীক্ষা শেষে জাহাজগুলো নির্দিষ্ট গন্তব্যে যাবে। সূত্র: আনাদোলু এজেন্সি

পিএনএস/আনোয়ার



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন