তাইওয়ান ইস্যুতে হোয়াইট হাউজের ক্ষোভ প্রকাশ

  07-08-2022 01:01PM



পিএনএস ডেস্ক : তাইওয়ানে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরে ক্ষিপ্ত হয়েছে চীন। ২৫ বছরের মধ্যে এটাই প্রথম যুক্তরাষ্ট্রের হাই প্রোফাইল ব্যক্তির তাইওয়ান সফর। এতে ‘এক চীন নীতি’ লঙ্ঘিত হয়েছে বলে চীন মনে করে। ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে ক্ষিপ্ত হয়ে পাল্টা জবাব হিসেবে সংশ্লিষ্ট অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়ে দিয়েছে চীন। খবর বিবিসির।

চীনের দাবি, তাইওয়ানে ন্যান্সি পেলোসির সফর উসকানিমূলক। তবে হোয়াইট হাউস পাল্টা অভিযোগ করে বলেছে, তাইওয়ান প্রণালীতে এবং এর আশেপাশে চীনের পদক্ষেপগুলি উস্কানিমূলক এবং দায়িত্বজ্ঞানহীন। তাইওয়ানের দাবি, চীনের বিমান ও যুদ্ধজাহাজ সংশ্লিষ্ট অঞ্চলে মহড়া চালিয়েছে।

তাইওয়ানের এমন দাবির পর হোয়াইট হাউসের একজন মুখপাত্র শনিবার বলেন, ‘এই কার্যক্রমগুলো উস্কানিমূলক, দায়িত্বজ্ঞানহীন এবং ভুল পদক্ষেপের ঝুঁকি বাড়ায়। তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী লক্ষ্যের সাথেও এসব পদক্ষেপ বিরোধপূর্ণ’।

পিএনএস/আনোয়ার



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন