ইউক্রেন নিয়ে প্রতিবেদন, দুঃখ প্রকাশ করেও প্রতিবেদনের যথার্থতা দাবি অ্যামনেস্টির

  08-08-2022 10:21AM




পিএনএস ডেস্ক : ইউক্রেন নিয়ে মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি রিপোর্ট প্রকাশ করে যুদ্ধের নীতি নিয়ে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশেরই সমালোচনা করে।

ওই রিপোর্টে বলা হয়েছিল, যুদ্ধে ইউক্রেন বেসামরিক মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করছে। রাশিয়ার আক্রমণের মুখে সাধারণ মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে।

অ্যামনেস্টির এই রিপোর্টের তীব্র বিরোধিতা করে ইউক্রেন। একই সঙ্গে অ্যামনেস্টির ইউক্রেনের প্রধান পদত্যাগ করেন।

ইউক্রেন জানায়, যারা আক্রান্ত অ্যামনেস্টি তাদের উপর দোষ চাপানোর চেষ্টা করেছে। আড়াল করা হচ্ছে আক্রমণকারীকে।

এর পরিপ্রেক্ষিতে অ্যামনেস্টি দুঃখ প্রকাশ করে জানিয়েছে, আক্রান্তকে ভারাক্রান্ত করতে চায়নি তারা। ইউক্রেনের মানুষের ভাবাবেগেও তারা আঘাত করতে চায়নি। সেজন্য তারা দুঃখিত।

তবে একইসঙ্গে তারা জানিয়েছে, রিপোর্টটির তথ্যে যে ভুল নেই, সে বিষয়ে তারা নিশ্চিত। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান

পিএনএস/আনোয়ার



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন