যুদ্ধ ক্রিমিয়া দিয়ে শুরু, এর শেষ হবে স্বাধীনতায় : ইউক্রেনের প্রেসিডেন্ট

  10-08-2022 01:20PM




পিএনএস ডেস্ক : ইউক্রেনের যুদ্ধ ক্রিমিয়ার মাধ্যমে শুরু হয়েছিল এবং ক্রিমিয়ার স্বাধীনতার মধ্যে দিয়েই এ যুদ্ধ শেষ হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেছেন, ক্রিমিয়া ইউক্রেনেরই অংশ এবং আমরা কখনই এটা ছেড়ে দেব না।

মঙ্গলবার ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি বিমানঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণে একজন নিহতের পরই দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

জেলেনস্কি বলেন, আমরা ভুলব না যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ক্রিমিয়া দখলের মাধ্যমে শুরু হয়েছিল। এই রাশিয়ান যুদ্ধ...ক্রিমিয়া দিয়ে শুরু হয়েছিল এবং ক্রিমিয়ার স্বাধীনতার মাধ্যমেই শেষ হবে।

ক্রিমিয়া ইউক্রেনের অংশ হলেও ২০১৪ সালে একটি গণভোটের পর থেকে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে রাশিয়া। আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে অবৈধ হিসাবে দেখে। সূত্র: বিবিসি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন