পাকিস্তানে ১ ডলার এখন ২২১.৯১ রুপি

  10-08-2022 06:20PM

পিএনএস ডেস্ক : বুধবার আন্তঃব্যাংকের বাজারে টানা সপ্তম দিনের মতো ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির উন্নতি হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, এদিন লেনদেনের সময় আন্তঃব্যাংক বাজারে ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দর ছিল ২২১.৯১।

স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি রুপির উন্নতির অন্যতম একটি কারণ সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়।

গত সপ্তাহে, সংযুক্ত আরব আমিরাত বলেছে- তারা বিভিন্ন অর্থনৈতিক ও বিনিয়োগের ক্ষেত্রে পাকিস্তানি প্রকল্পগুলেতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। কারণ দেশটি কঠিন অর্থনৈতিক সংকটের মধ্যে আছে।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন