এবার তুরস্কের ‘ড্রোন ফ্যাক্টরিতে’ হুমকি দিলো রাশিয়া

  10-08-2022 09:28PM

পিএনএস ডেস্ক : রাশিয়ার পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে যদি ইউক্রেনে তুরস্কের ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়রাকতারের কোনো ফ্যাক্টরি করা হয় তাহলে সেখানে হামলা চালানো হবে।

মঙ্গলবার এমন হুমকি দেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

ইউক্রেনের মাটিতে নিজেদের একটি ড্রোন ফ্যাক্টরি করার চেষ্টা চালাচ্ছে তুরস্কের বায়রাকতার। এরপরই রাশিয়ার পক্ষ থেকে প্রকাশ্যে হুমকি দেওয়া হলো।

এ ব্যাপারে দিমিত্রি পেসকোভ বলেছেন, এমন কোনো স্থাপনা (ড্রোন ফ্যাক্টরি) তৈরি করা, অবশ্যই সঙ্গে সঙ্গে এটি নিরস্ত্রীকরণের মধ্যে পড়বে। বিষয়টি মনে রাখতে হবে।

তিনি আরও বলেছেন, এটি খুব সম্ভবত ইউক্রেনের সাধারণ মানুষের দুর্দশা দীর্ঘায়িত করবে। বিশেষ সামরিক অভিযানের লক্ষ্যের কোনো বিচ্যুতি ঘটাতে পারবে না।

এদিকে তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসইয়ার বোদনার গত সপ্তাহে জানান, তুরস্কের বায়রাকতার ড্রোন নির্মাণকারী প্রতিষ্ঠানকে ইউক্রেনে নিবন্ধিত করা হয়েছে। ফ্যাক্টরি করার জন্য বায়রাকতার ইউক্রেনে একটি জমি কিনেছে।

তুরস্কের তৈরি বায়রাকতার ড্রোন রুশ সেনাদের বিরুদ্ধে ব্যবহার করে সফলতা পেয়েছে ইউক্রেন। ফলে তারা তুরস্কের তৈরি আরও ড্রোন চায়।

সূত্র: দ্য নিউ আরব

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন