মালিতে উগ্রবাদী হামলায় নিহত ৪২ সৈন্য

  11-08-2022 12:56PM



পিএনএস ডেস্ক : মালির সাহেল অঞ্চলে সন্দেহভাজন উগ্রবাদী হামলায় সামরিক বাহিনীর ৪২ সৈন্য নিহত হয়েছে। তারা ড্রোন ও কামান ব্যবহার করে এ হামলা চালায়।

এ প্রাণহানির জন্যে ইসলামিক স্টেট গ্রেটার সাহারাকে (আইএসজিএস) দায়ী করে কর্তৃপক্ষ বুধবার এ খবর জানিয়েছে।

মালিতে দশকব্যাপী চলা সহিংসতার মধ্যে সাহেল অঞ্চলে এটি সবচেয়ে ভয়াবহ রক্তপাতের ঘটনা। দেশটির উত্তরাঞ্চলে শুরু হওয়া এ সহিংসতা মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল ছাড়িয়ে বর্তমানে প্রতিবেশী বুরকিনা ফাসো ও নাইজারেও ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ এই সহিংসতা ঘটে রোববার তেসিত শহরে যেখানে তিনটি দেশের সীমান্ত রয়েছে। সোমবার সেনাবাহিনী ১৭ সৈন্য এবং চার বেসামরিক নাগরিকের প্রাণহানির কথা জানায়। একইসাথে এ প্রাণহানির জন্যে ইসলামিক স্টেট গ্রেটার সাহারাকে (আইএসজিএস) দায়ী করে কর্তৃপক্ষ। আইএস সন্ত্রাসীরা এ সময়ে ড্রোন ও কামান ব্যবহার করে।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে ও ২০২০ সালের প্রথম দিকে উগ্রবাদীদের হামলায় মালির সেনাবাহিনীতে বড়ো ধরনের ক্ষয়ক্ষতি হয়। দেশটিতে গত এক দশকের সহিংসতায় শত শত সৈন্য প্রাণ হারায়।

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন