পিএনএস ডেস্ক : অবশেষে গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন পশ্চিমবঙ্গের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
এ সময় তাকে দেড়ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেই বীরভূম জেলা তৃণমূলের এ সভাপতিকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, আজই আসানসোল আদালতে অনুব্রতকে হাজির করা হবে। তবে বাড়ি থেকে বের করার পর কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রতকে, সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানায়নি সিবিআই।
বৃহস্পতিবার সকাল ১০টার কিছুক্ষণ আগে অনুব্রতর নীচুপট্টির বাড়িতে পৌঁছান সিবিআই কর্মকর্তারা এবং কেন্দ্রীয় বাহিনী। তারা অনুব্রতর বাড়িতে ঢুকে সব দরজায় তালা মেরে দেন।
এরপর বাড়ির সবার মোবাইল ফোন নেয়া হয়। পরিস্থিতি এমন হয় যে, অনুব্রতর দেহরক্ষীরা পর্যন্ত বাড়িতে ঢুকতে পারছিলেন না। পরে অবশ্য অনুব্রতের দেহরক্ষীদের প্রধানকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। ঘণ্টাখানেক পর অনুব্রতকে বাড়ি থেকে বের করা হয়।
ধারণা করা হচ্ছে, দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্প অফিসে তাকে নিয়ে যাওয়া হবে। সেখানে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।
পিএনএস/আলাউদ্দিন
গরুপাচার মামলায় গ্রেফতার প্রভাবশালী তৃণমূল নেতা
11-08-2022 03:12PM
