ঋণ মেটাতে সন্তানকে বিক্রির চেষ্টা মায়ের!

  12-08-2022 09:52PM

পিএনএস ডেস্ক : মাথায় ঋণের বিশাল বোঝা। সেই বোঝা থেকে মুক্তি পেতে নিজের সাত বছরের সন্তানকে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। সম্প্রতি রাশিয়ায় ঘটেছে এই ঘটনা।

পুলিশ জানিয়েছে, শপিং মলে এক নারী তার সাত বছরের ছেলেকে নিয়ে ঘোরাফেরা করছিলেন। মলে আসা লোকজনের কাছে তার ছেলেকে আড়াই লাখ রুবলে (বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ টাকা) কেনার জন্য কাতর আর্জি জানাচ্ছিলেন। এক নারী তার ছেলেকে বিক্রি করতে চাইছেন এই খবর পুলিশের কাছে পৌঁছতেই তারা তড়িঘড়ি ওই শপিং মলে এসে নারীকে মানবপাচার আইনে গ্রেফতার করে।

৩৬ বছর বয়সী ওই নারীর নাম নরগিজা। প্রচুর ধারদেনায় জর্জরিত হয়ে পড়েছেন বলে পুলিশের কাছে দাবি করেছেন তিনি। সেই দেনার পরিমাণ চার লক্ষ টাকা। কোনও উপায় না দেখে ছেলেকে বিক্রির সিদ্ধান্ত নেন বলে দাবি নারীর।

পুলিশ জানিয়েছে, এর আগে নেটমাধ্যমেও ছেলেকে বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন নারী। কিন্তু সেখানে কোনও ইতিবাচক সাড়া না পাওয়ায় ছেলেকে সরাসরি বিক্রির পথে নামেন।

নারী জানিয়েছেন, তিনি ভেবেছিলেন, ছেলেকে বিক্রি করে যে টাকা পাবেন, সেই টাকা দিয়েই দেনা মেটাবেন। যদিও নারীর দাবি সত্যি কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র: দ্য সান

পিএনএন/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন