মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে ১০ জনের মৃত্যু

  13-08-2022 02:07AM

পিএনএস ডেস্ক : মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ আগস্ট) দেশটির রাজধানী পোদগোচ্চিয়া থেকে ৩৬ কিলোমিটার দূরে কেন্দ্রীয় শহর সেটিনজেতে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় মিডিয়ার মতে, সন্দেহভাজন বন্দুকধারী মূলত পারিবারিক বিবাদে জড়িত ছিলেন। স্থানীয় তথ্যমতে, বন্দুকধারী নিজে গুলিবিদ্ধ হওয়ার আগে তার আশপাশের পথচারীদের ওপর এলোপাথাড়ি গুলি চালান। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় তিনদিনের শোক ঘোষণা করে দেশটির প্রধানমন্ত্রী টেলিগ্রামে বলেন, আমি সব নাগরিককে পরিবারের সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

পিএনএন/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন