ভারত-চীন-তুরস্কের মুদ্রা কেনার চিন্তা করছে রাশিয়া

  13-08-2022 07:30PM

পিএনএস ডেস্ক : ‘বন্ধু দেশ’ ভারতের রুপি, চীনের ইউয়ান এবং তুরস্কের লিরা কেনার চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক।

রুশ কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নিষেধাজ্ঞার কারণে ডলার কেনার সুযোগ কমে যাওয়ায় এই তিন ‘বন্ধু দেশের’ মুদ্রা কেনার চিন্তা করছে তারা।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তাদের রুবলের ফ্রি-ফ্লোটিং বিনিময় নীতিতে বদ্ধপরিকর আছে। কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছে, বাজেটের একটি নিয়ম পুনঃপ্রতিষ্ঠা করার জরুরি যেন তেল বিক্রির অর্থ দেশের রিজার্ভে রাখতে পারে।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে।

এরফলে যুক্তরাষ্ট্রের ডলার ব্যবহার নিয়ে বেকায়দায় পড়ে রাশিয়া। আর এ কারণে বর্তমানে বেশ কয়েকটি দেশের সঙ্গে তাদের নিজস্ব মুদ্রায় লেনদেন করছে রাশিয়া।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন