মাঝআকাশে দুই বিমানের সংঘর্ষে সব আরোহী নিহত

  19-08-2022 10:25AM




পিএনএস ডেস্ক :  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাঝআকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষে সব আরোহীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার ওয়াটসনভিল শহরের স্থানীয় বিমানবন্দরে বৃহস্পতিবার (১৮ আগস্ট) স্থানীয় সময় বিকাল ৩টার দিকে দু'টি ছোট বিমান অবতরণের চেষ্টা করেছিল। সে সময়ই এই দুর্ঘটনা ঘটে।

খবর এপির।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুটি বিমানে মোট তিনজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তাদের কেউ বেঁচে রয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার সময় মাটি থেকে ২০০ ফুট উচ্চতায় ছিল দুটি বিমান।

ওয়াটসনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের ঘটনা। বিমান ওঠা-নামার জন্য ওই বিমানবন্দরে ‘কন্ট্রোল টাওয়ার’ নেই। দুর্ঘটনার সময় রানওয়েতে যারা ছিলেন, তারা কেউ আহত হননি।

দুর্ঘটনা কী ভাবে ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন