মেক্সিকো আবারও শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠলো পুরো দেশ

  22-09-2022 04:19PM


পিএনএস ডেস্ক : মেক্সিকোতে আবার ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে দেশটির পশ্চিমাঞ্চলে এ ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প অনুভূতি হওয়ার পর আতঙ্কিত হয়ে ঘর থেকে বাইরে বের হয়ে আসেন মেক্সিকো সিটির বাসিন্দারা। এ সময় বাজানো হয় ভূমিকম্পের সতর্ক সংকেতও।

এরপর মেক্সিকো সিটির মেয়র ক্লডিয়া শিনবাউম টুইটারে বলেন, রাজধানীতে প্রাথমিকভাবে কোনো ক্ষতির খবর মেলেনি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রথমে ৭ মাত্রার ভূমিকম্প রেকর্ড করে, যা কয়েকদিন আগের ভূমিকম্প থেকে কিছুটা দুর্বল। তাছাড়া ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ দশমিক ৭ কিলোমিটার।

এর আগে, সোমবার দেশটির একই অঞ্চলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। এতে অন্তত দুজন নিহত হন। তারও আগে, ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ৩৫০ জনের বেশি মানুষ নিহত হন। ১৯৮৫ সালের একই দিনে ভূমিকম্পে প্রায় হাজারখানেক মানুষ মারা যান। সূত্র- রয়টার্স।

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন