যেখানে সমাহিত করা হয়েছে রানিকে

  25-09-2022 10:20AM



পিএনএস ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথকে যেখানে সমাহিত করা হয়েছে তার ছবি প্রকাশ করা হয়েছে। গতকাল ছবিটি প্রকাশ করে বাকিংহাম প্যালেস। রানির নামাঙ্কিত পাথরটি উইন্ডসরের সেন্ট জর্জ চ্যাপেলের রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলে স্থাপন করা হয়েছে।

জানা গেছে, পাথরটি কালো বেলজিয়ান মার্বেল দিয়ে তৈরি। পাথরের উপর পিতল দিয়ে খোদাই করা হয়েছে প্রয়াত রানি, রানির বাবা ষষ্ঠ জর্জ (১৮৯৫-১৯৫২), মা এলিজাবেথ (১৯০০-২০০২) ও স্বামী ফিলিপের (১৯২১-২০২১) নাম।

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। প্রায় ৭০ বছর ব্রিটেন শাসন করেছেন রানি। সবচেয়ে বেশি সময় ধরে ব্রিটেন শাসনের দিক দিয়ে সাবেক ব্রিটিশ রানি ভিক্টোরিয়াকেও ছাড়িয়ে গেছেন দ্বিতীয় এলিজাবেথ। রানির মৃত্যুর পর রীতি অনুযায়ী ব্রিটেনের সিংহাসনে বসেছেন তার বড় ছেলে চার্লস।

পিএনএস/আনোয়ার




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন