আবারও করোনায় আক্রান্ত ফাইজারের সিইও

  25-09-2022 01:45PM




পিএনএস ডেস্ক: দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা। শনিবার কোভিড টেস্টে ফলাফল পজেটিভ এসেছে বলে তিনি জানান।

কোভিড-১৯ এর টিকা প্রস্তুতকারী অগ্রগণ্য প্রতিষ্ঠানের এই সিইও এক বিবৃতিতে বোরলা বলেন, ‘আমি সুস্থ বোধ করছি এবং উপসর্গমুক্ত।’ ৬০ বছর বয়সী বোরলা গত আগস্টে প্রথমবার কভিডে আক্রান্ত হন। তখন ফাইজারের মুখে খাওয়া অ্যান্টিভাইরাল প্যাক্সলোভিডের একটি কোর্স সম্পন্ন করেন তিনি।

প্যাক্সলোভিড এমন একটি ওষুধ, যা বয়স্ক রোগীদের মতো উচ্চ-ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। বোরলা ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেকের তৈরি কভিড ভ্যাকসিনের চারটি ডোজ নিয়েছেন। তবে এখনো নতুন বাইভালেন্ট বুস্টার নেননি তিনি। সূত্র : রয়টার্স

পিএনএস/আনোয়ার




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন