ফের ইরাকের কুর্দিস্তানে হামলা চালাল ইরান

  27-09-2022 10:54AM



পিএনএস ডেস্ক: ইরাকের কুর্দিস্তানে সন্ত্রাসীদের ঘাঁটিতে নতুন করে কামান ও ড্রোন হামলা শুরু করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসি’র পদাতিক বাহিনীর আর্টিলারি ও ড্রোন ইউনিট নানা কৌশলে শত্রুদের অবস্থানে আঘাত হানছে বলে ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ঘাঁটি, সমাবেশস্থল এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে গোলাবর্ষণ করা হচ্ছে।

দুই দিন আগেও আইআরজিসি একই ধরনের হামলা চালায় ইরাকের কুর্দিস্থানের সন্ত্রাসী অবস্থানে। সে সময় আইআরজিসি এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরানের বিপ্লববিরোধী সন্ত্রাসীদের কয়েকটি অবস্থানে আঘাত হানা হয়েছে। সন্ত্রাসীদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করার কথা জানিয়েছিল তারা।

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানবিরোধী সন্ত্রাসীরা অবস্থান করছে বলে এর আগেও বহু বার খবর এসেছে। সেখানে ইসরায়েলের গুপ্তচর সংস্থার এজেন্টরাও তৎপরতা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর আগে ইসরায়েলি গুপ্তচরদের এমন একটি আস্তানায় হামলা চালিয়ে তা তছনছ করে দিয়েছিল আইআরজিসি। সূত্র: প্রেসটিভি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন