পশ্চিম তীরে ৪ ফিলিস্তিনিকে হত্যা

  28-09-2022 06:06PM

পিএনএস ডেস্ক : পশ্চিমতীরের জেনিনে চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার সকালে এক অভিযানে আহত হয়েছেন অন্তত ৪০ ফিলিস্তিনি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, উত্তর পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনী বেলা ৮ টার দিকে অভিযান শুরু করে। ইহুদি সেনারা ডজনের বেশি সামরিক যান নিয়ে আসে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, নিহতরা হলো– আহমাদ আলাওনেহ, আবেদ হাজেম, মোহাম্মদ আল ওয়ান্নেহ এবং মোহাম্মদ আবু না-শাহ।

আল আকসা মার্টার ব্রিগেড জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর সদস্য। স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহদের মধ্যে আহমাদ আলাওনেহ (২৪) ফিলিস্তিনি কর্তৃপক্ষের গোয়েন্দা কর্মকর্তা ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সংঘর্ষের এক ভিডিওতে তাকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে দেখা গেছে।

ইসরায়েল দাবি করেছে, সম্প্রতি ইসরায়েলে গুলিবর্ষণের ঘটনায় জড়িত দুইজনকে তারা গুলি করে হত্যা করেছেন।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন