জাপোরিঝিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রধানকে ছেড়ে দিয়েছে রাশিয়া : আইএইএ

  04-10-2022 03:50PM

পিএনএস ডেস্ক : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রধান ইহোর মুরাশভকে ছেড়ে দিয়েছে রুশ বাহিনী।

আইএইএ প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি বলেন, তিনি খবর পেয়েছেন যে, ইহোর মুরাশভ নিরাপদে পরিবারের কাছে ফিরেছেন।

প্রসঙ্গত, জাপোরিঝিয়ার এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এটি এখন রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকলেও পরিচালনা করছেন ইউক্রেনের কর্মীরা।

এদিকে, রোববার ওই বিদ্যুৎকেন্দ্র থেকে বেরিয়ে আরেকটি শহরে যাওয়ার সময় ইহোর মুরাশভকে চোখ বেঁধে তুলে নেওয়ার দাবি করেছে ইউক্রেন।

সাম্প্রতিক সময়ে এই অঞ্চল ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রে গোলাবর্ষণে এক পক্ষ আরেক পক্ষকে অভিযুক্ত করছে। সেপ্টেম্বরে জাতিসংঘের মনিটরিং টিম কেন্দ্রটি সফর করে। কেন্দ্রের পাশে একটি ‘সুরক্ষা এলাকা’ করতে বিবাদমান দুই পক্ষকে চাপ প্রয়োগ করে আইএইএ।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন