চীনা টেলিকম ডিভাইস নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

  26-11-2022 09:46AM




পিএনএস ডেস্ক: 'জাতীয় নিরাপত্তার প্রতি অগ্রহণযোগ্য হুমকির' কথা উল্লেখ করে চীনা টেলিকমিউনিকেশন ও ভিডিও সার্ভেইলেন্স সরঞ্জাম নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন্স কমিশন (এফসিসি)। নিষিদ্ধ কোম্পানির মধ্যে রয়েছে বিখ্যাত চীনা ব্র্যান্ড হুয়াওয়ে ও জিটিই।

পাঁচ সদস্যবিশিষ্ট এফসিসি শুক্রবার জানায়, তারা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

এফসিসি কমিশনার ব্রেন্ডন কার শুক্রবার এক বিবৃতিতে বলেন, সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের কংগ্রেস নেতৃত্বে 'ব্যাপকভিত্তিক, উভয় দলের সমর্থিত।'

মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে চীনা সরঞ্জাম পঞ্চম প্রজন্মের (৫জি) ওয়্যারলেস নেটওয়ার্কে অনুপ্রবেশ করে স্পর্শকাতর তথ্য সংগ্রহ করতে পারে।

এফসিসি জানায়, নিরাপত্তা হুমকি বিবেচিত ডিভাইস শনাক্ত করা ও নিষিদ্ধ করে মার্কিন নেটওয়ার্ককে নিরাপদ রাখার বছরব্যাপী প্রয়াসের সর্বশেষ উদ্যোগ এটি।

এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেছে হুয়াওয়ে, জেটিই, দাহুয়া, হাকভিশন ও হাইটেরার মতো নিষিদ্ধ ঘোষিত চীনা কোম্পানি।

হুয়াওয়ে ও চীনা সরকার দীর্ঘ দিন ধরেই গুপ্তচরবৃত্তির কথা অস্বীকার করে আসছিল। তারা চীনা প্রযুক্তির বিরুদ্ধে মার্কিন অবরোধের নিন্দাও করছিল। সূত্র : আলজাজিরা

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন