রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হচ্ছে বেইজিং

  29-11-2022 04:48PM

পিএনএস ডেস্ক : রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের কথা জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি ইস্যুতে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তুলতে চাচ্ছে চীন।

আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি'র রিপোর্টে বলা হয়েছে, চতুর্থ চীন-রাশিয়া জ্বালানি ফোরামে এক বার্তায় শি এই মন্তব্য করেছেন।
চীনা প্রেসিডেন্ট বলেছেন, চীন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ জ্বালানি অংশীদারিত্ব গড়তে কাজ করতে ইচ্ছুক। একইসঙ্গে পরিচ্ছন্ন ও গ্রিন এনার্জির উন্নয়নের প্রচার এবং যৌথভাবে আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা-শিল্প সরবরাহ চেইনের স্থিতিশীলতা বজায় রাখতেও ইচ্ছুক।

এদিকে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়া থেকে জ্বালানিসহ বিভিন্ন পণ্যের আমদানির পরিমাণ বাড়িয়েছে চীন। একইসঙ্গে ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে দেশটি এখন পর্যন্ত রাশিয়ার ওপর নিন্দা জানায়নি। এই নিয়ে চীনের ওপর অনেকটা বেজার পশ্চিমা দেশগুলো।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন