ইংল্যান্ডে কমেছে খ্রিষ্টান, বেড়েছে মুসলিমদের সংখ্যা

  30-11-2022 02:45PM



পিএনএস ডেস্ক: সম্প্রতি ইংল্যান্ডে প্রথমবারের মতো কমে গেছে খ্রিষ্টানদের সংখ্যা। সে তুলনায় মুসলিম ও হিন্দুদের সংখ্যা কিছুটা বেড়েছে।

মঙ্গলবার প্রকাশিত আদমশুমারিতে এমনটা দেখা গেছে।

দ্য অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) ২০২১ সালের পরিসংখ্যান প্রকাশ করেছে। যাতে দেখা যায়, ৪৬ শতাংশের বেশি মানুষ জানিয়েছে তারা খ্রিষ্টান। ২০১১ সালের পরিসংখ্যানে যা ছিল ৫৯.৩ শতাংশ।

নাস্তিক রয়েছে ৩৭.২ শতাংশ, যা গতবার ছিল ২৫.২ শতাংশ।

এছাড়া বেড়েছে মুসলিম ও হিন্দুদের সংখ্যা।

ওএনএস জানায়, ‘ইংল্যান্ড এবং ওয়েলসে প্রথমবারের মতো জনসংখ্যার অর্ধেকের নিচে নেমে এসেছে খ্রিষ্টানদের সংখ্যা। জনসংখ্যার ৪৬.২ শতাংশ মানে ২৭.৫ মিলিয়ন মানুষ এখন নিজেদের খ্রিষ্টান পরিচয় দিচ্ছে। ২০১১ সালে এই সংখ্যা ছিল ৫৯.৩ শতাংশ বা ৩৩.৩ মিলিয়ন।’

সংস্থাটি আরো জানায়, ‘গতবারের তুলনায় এবার মুসলিমদের সংখ্যা বেড়েছে। ২০২১ সালে মুসলিম ছিল মোট জনসংখ্যার ৬.৫ শতাংশ বা ৩.৯ মিলিয়ন। ২০১১ সালে যা ছিল ৪.৯ শতাংশ বা ২.৭ মিলিয়ন। আর হিন্দুদের সংখ্যা ১.৭ শতাংশ বা ১.০ মিলিয়ন, যা গতবার ছিল ১.৫ শতাংশ বা আট লাখ ১৮ হাজার। সূত্র : সিয়াস্তা


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন