প্রকৃতির ওপর যুদ্ধ আসলে মানুষের বিরুদ্ধেই যুদ্ধ: জাতিসংঘ মহাসচিব

  08-12-2022 11:47AM


পিএনএস ডেস্ক: ১৫তম জীববৈচিত্র্য সম্মেলনে যোগ দিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ‘প্রকৃতির ওপর মানুষের যুদ্ধের আসলে মানুষের বিরুদ্ধেই যুদ্ধ। প্রকৃতি ছাড়া আমরা নিঃস্ব, রিক্ত। অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রকৃতির সাথে মানুষের সত্যিকারের শান্তিপূর্ণ সহাবস্থান জরুরি। যাতে সবার জন্য একটি সবুজ, স্বাস্থ্যকর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হয়’। তিনি জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণেরও ওপরও গুরত্বারোপ করেছেন।

পৃথিবীর বাস্তুসংস্থানকে মুনাফার ক্ষেত্র বানিয়ে ফেলায় বহুজাতিক কোম্পানিরও সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব। তিনি আরও বলেছেন, ‘ভুলগুলো শুধরে না নিলে তার ফল হবে ভয়ঙ্কর’।

৭-১৯ ডিসেম্বর ব্যাপী জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলনে যোগ দিয়েছে প্রায় ২০০টি দেশ। মঙ্গলবার কানাডার মন্ট্রিলে জীববৈচিত্র্য সম্মেলনের উদ্বোধনীতে জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘অনিয়ন্ত্রিত এবং অসম অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মরিয়া হয়ে উঠায় মানবতা এখন গণবিলুপ্তির অস্ত্রে পরিণত হয়েছে’।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন