পিএনএস ডেস্ক : কয়েক দিন ধরেই ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে সরগরম বিশ্ব রাজনীতি। ইউরোপের দেশগুলো যেন মরিয়া দেশটিতে ট্যাংক, গোলাবারুদসহ নানা অস্ত্র সরবরাহে। এবার এ নিয়ে কড়া হুশিয়ারি দিল রাশিয়া।
রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার চেয়ারম্যান ব্যাচেস্লাভ ভলোদিন বলেছেন, এ ধরনের সরবরাহ বিশ্বকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে।
রোববার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এমন হুশিয়ারি উচ্চারণ করেন তিনি। ব্যাচেস্লাভ ভোলোদিন বলেন, কিয়েভকে এভাবে অস্ত্র সরবরাহ করা হলে সেটি মস্কোকে আরও শক্তিশালী অস্ত্র ব্যবহারের মাধ্যমে প্রতিশোধের দিকে ধাবিত করবে।
পিএনএস/শাওন
ইউক্রেনে অস্ত্র সরবরাহ বিপর্যয় ডেকে আনবে : রাশিয়া
23-01-2023 05:10PM
