এবার ডেনমার্কে কুরআন পোড়ানোর ঘোষণা দিলেন উগ্র প্যালুড্যান

  27-01-2023 09:33AM



পিএনএস ডেস্ক: ভয়াবহ উগ্র ও বর্ণবাদী ড্যানিশ-সুইডিশ রাজনীতিবিদ র্যাাসমাস প্যালুড্যান ঘোষণা করেছেন, তিনি আবারো পবিত্র কুরআনের কপিতে অগ্নিসংযোগ করবেন। এবার তিনি আজ শুক্রবার ডেনমার্কে তা করবেন।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট করা এক বার্তায় হার্ড লাইন পার্টির নেতা প্যালুড্যান জানান, তিনি শুক্রবার কোপেনহেগেনের ডর্থেভেজের একটি মসজিদের সামনে পবিত্র গ্রন্থ কুরআনে আগুন দেবেন।

একটি 'খ্রিস্টান দেশের' খ্রিস্টান দাবি করে প্যালুড্যান বলেন, তিনি পোড়ানোর জন্য একটি ম্যাচ ও একটি কুরআন নিয়ে আসবেন।

গত সপ্তাহে তিনি স্টকহোমে তুর্কি দূতাবাসের বাইরে একটি পবিত্র কুরআন পুড়িয়ে দেন। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দিত হয়।

এরপর ডাচ রাজনীতিবিদ এবং উগ্র পেজিডা পার্টির প্রধান এডউইন ওগেনসভেল্ড একটি কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে অগ্নিসংযোগ করেন। সূত্র : ডেইলি সাবাহ


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন