পিএনএস ডেস্ক: নেপালের নতুন সরকারের উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন রবি লামিচানে। একই সঙ্গে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বও তার কাঁধে।
৪৮ বছর বয়সে দেশটির সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। নাগরিকত্ব আইন ভঙ্গ করায় গত শুক্রবার তাকে এসব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন নেপালের সর্বোচ্চ আদালত।
সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে আল–জাজিরা বলেছে, দ্বৈত নাগরিকত্ব-সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পদ খুইয়েছেন রবি লামিচানে। গত ২৬ ডিসেম্বর নেপালের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। এর ঠিক মাসখানেকের মাথায় তার বিরুদ্ধে এমন রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট।
খবর অনুসারে, রবি লামিচানে নেপালের সাবেক জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক (হোস্ট)। ২০১৮ সালে তিনি তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন। তবে আদালত বলেছে, তিনি যথাযথ নিয়ম অনুসরণ করেননি।
পিএনএস/আনোয়ার
নেপালের উপপ্রধানমন্ত্রীকে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট
29-01-2023 11:15AM
