পিএনএস ডেস্ক : তুরস্কের দক্ষিণাঞ্চলের আদানা শহরের বাসিন্দা নিলুফার আসলান। পরিবারের সাথে পাঁচতলার এক অ্যাপার্টমেন্টে থাকতেন। সোমবার ভোররাতে ভূমিকম্পের প্রচণ্ডতায় এতটাই অসহায় হয়ে পড়েছিলেন যে ঘর থেকে ছুটে বের হতে ইচ্ছে করেনি। আবেগপ্রবণ হয়ে সবার সাথে অ্যাপার্টমেন্টে একসঙ্গে মরে যেতে চেয়েছিলেন!
নিলুফার আসলান গণমাধ্যমকে জানান, তিনি নিশ্চিত ছিলেন যে তুরস্কের আদানায় ওই তলার অ্যাপার্টমেন্ট তার পুরো পরিবার মারা যাবে।
তিনি বলেন, ‘আমি জীবনে এমন কিছু দেখিনি। আমরা প্রায় এক মিনিট সময় ধরে কাঁপছিলাম।’ সে সময় অন্য ঘরে থাকা তার আত্মীয়দের বলছিলেন, ‘ভূমিকম্প হচ্ছে, চলো একই জায়গায় একসাথে মরে যাই। আমার মাথায় তখন শুধু এই কথাটাই ঘুরপাক খাচ্ছিল।’
ভূমিকম্প থামার পর তারা সবাই ঘর থেকে ছুটে বের হন। কিন্তু সাথে কিছুই আনতে পারেননি। আমি স্লিপার পরে বাইরে দাঁড়িয়ে ছিলাম।
নিলুফারের বাড়ির চারপাশে চারটি ভবন ধসে পড়েছিল।
পিএনএস/এমবিবি
চলো সবাই এক সাথেই মরে যাই...
06-02-2023 09:07PM
