প্রধান ফটক ভেঙে ইমরান খানের বাড়িতে পুলিশ

  18-03-2023 03:37PM



পিএনএস ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের বাসভবনে গেট ভেঙে প্রবেশ করেছে লাহোর পুলিশের একটি দল।

শনিবার দুপুরের দিকে তারা এ অভিযান পরিচালনা করে। এ সময় ১৫ জনের অধিক পিটিআই নেতাকর্মীকেও গ্রেফতার করা হয়।

জানা যায়, শনিবার দুপুরে লাহোর পুলিশের একটি দল ইমরান খানের বাসভবন জামান পার্কে প্রবেশ করে। এ সময় তারা সেখানে থাকা পিটিআই নেতাকর্মীদের ওপর পেট্রোল বোমা ও পাথর নিক্ষেপ শুরু করে। এতে কয়েকজন গুরুতর আহত হয়। এরপর তারা ক্রেনের সাহায্যে গেট ভেঙে ফেলে।

ওদিকে জামান পার্কের কাছাকাছি কেনাল রোডে আছে পুলিশের কয়েদি ভ্যান ও জলকামান। পুলিশ হ্যান্ড মাইকে ১৪৪ ধারার ঘোষণা দিয়েছে। একইসাথে বাসভবনে থাকা পিটিআই নেতাকর্মীদের স্থান ত্যাগের নির্দেশ দিচ্ছে। এ সময় পিটিআই নেতাকর্মীরা পাথর ছুঁড়ে পুলিশকে প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছে। সূত্র : জিও নিউজ, জঙ ও অন্যান্য


পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন