ইরানের প্রেসিডেন্টকে সৌদি সফরের আমন্ত্রণ বাদশাহ সালমানের

  20-03-2023 10:02AM

পিএনএস ডেস্ক : কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন সিদ্ধান্তের মাত্র এক সপ্তাহের মধ্যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সৌদি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

রোববার (২০ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি বাদশাহ সালমান নিজেই চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে রাইসিকে এই আমন্ত্রণ জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহির বরাত দয়ে বিবিসি জানিয়েছে, দুই দেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি বৈঠক করতে সম্মত হয়েছে। তবে বৈঠকটির সময় ও ভেন্যু সম্পর্কে কিছু বলেননি তিনি।

এর আগে, গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব দীর্ঘ সাত বছর পর আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে। একইসঙ্গে দুই মাসের মধ্যে দুই দেশেই পরস্পর দূতাবাস চালু করতে একমত হয়েছে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন