বিশ্বে কোন দেশে কয় ঘণ্টা রোজা?

  21-03-2023 06:13PM

পিএনএস ডেস্ক : পবিত্র রমজান মাস আমাদের দরজায় কড়া নাড়ছে। ভৌগলিক অবস্থান বিবেচনায় বিশ্বের বিভিন্ন দেশে রোজার সময়ের পার্থক্য হয়। আরব দেশগুলোর মুসলমানরা এ বছর গড়ে প্রতিদিন প্রায় ১৫ ঘণ্টা সময় রোজা রাখবেন।

এ বছর যেসব দেশে সবচেয়ে দীর্ঘক্ষণ রোজা-
গ্রিনল্যান্ড : ২০ ঘণ্টা।
পোল্যান্ড : ১৮ ঘণ্টা ৩০ মিনিট।
রাশিয়া (মস্কো) : ১৮ ঘণ্টা ২৯ মিনিট।
ডেনমার্ক : ১৮ ঘণ্টা ২৬ মিনিট।
যুক্তরাজ্য : ১৭ ঘণ্টা।
ফ্রান্স (প্যারিস) : ১৭ ঘণ্টা।
কানাডা : ১৬ ঘণ্টা।
স্পেন : ১৫ ঘণ্টা ৩০ মিনিট।
ইতালি : ১৫ ঘণ্টা।

যেসব দেশে সবচেয়ে কম সময়ের রোজা-
দক্ষিণ আফ্রিকা (জোহানেসবার্গ) : ১১ থেকে ১২ ঘণ্টা।
আর্জেন্টিনা : ১১ থেকে ১২ ঘণ্টা।
নিউজিল্যান্ড : ১১ থেকে ১২ ঘণ্টা।
প্যারাগুয়ে : ১১ থেকে ১২ ঘণ্টা।
উরুগুয়ে : ১১ থেকে ১২ ঘণ্টা।
ব্রাজিল : ১২ থেকে ১৩ ঘণ্টা।
জিম্বাবুয়ে : ১২ থেকে ১৩ ঘণ্টা।

আরব দেশগুলোর কোন দেশে কয় ঘণ্টা রোজা?
কোমোরোস : ১২ ঘণ্টা ৩৭ মিনিট।
সোমালিয়া : ১৩ ঘণ্টা ২৭ মিনিট।
ইয়ামেন : ১৪ ঘণ্টা ৭ মিনিট।
সুদান : ১৪ ঘণ্টা ৮ মিনিট।
মৌরতানিয়া : ১৪ ঘণ্টা ১৫ মিনিট।
কাতার : ১৪ ঘণ্টা ১৫ মিনিট।
সিরিয়া : ১৪ ঘণ্টা ৩০ মিনিট।
ফিলিস্তিন : ১৪ ঘণ্টা ৩০ মিনিট।
জর্ডান : ১৪ ঘণ্টা ৩০ মিনিট।
লেবানন : ১৪ ঘণ্টা ৩০ মিনিট।
কুয়েত : ১৪ ঘণ্টা ৩০ মিনিট।
ওমান : ১৪ ঘণ্টা ৩৭ মিনিট।
সৌদি আরব : ১৪ ঘণ্টা ৪১ মিনিট।
সংযুক্ত আরব আমিরাত : ১৪ ঘণ্টা ৪১ মিনিট।
বাহরাইন : ১৪ ঘণ্টা ৪৯ মিনিট।
ইরাক : ১৫ ঘণ্টা।
মিসর : ১৫ ঘণ্টা।
মরক্কো : ১৫ ঘণ্টা ২৫ মিনিট।
লিবিয়া : ১৫ ঘণ্টা ৩০ মিনিট।
আলজেরিয়া : ১৫ ঘণ্টা ৪৫ মিনিট।
তিউনিশিয়া : ১৫ ঘণ্টা ৪৫ মিনিট।


এছাড়াও অন্যান্য দেশের রোজার সময়-
মালয়েশিয়া : ১৩ ঘণ্টা।
সিঙ্গাপুর : ১৩ ঘণ্টা ৩০ মিনিট।
সেনেগাল : ১৩ ঘণ্টা ৩০ মিনিট।
তুরস্ক : ১৩ ঘণ্টা ৩০ মিনিট।
ইন্দোনেশিয়া : ১৩ ঘণ্টা ৩০ মিনিট।
ভারত : ১৫ ঘণ্টা।
পাকিস্তান : ১৬ ঘণ্টা।
ইরান : ১৬ ঘণ্টা।
আফগানিস্তান : ১৬ ঘণ্টা।

পৃথিবীর সর্ব উত্তরে অবস্থান হিসেবে যেসব দেশে সূর্যাস্ত হয় না। সেসব দেশের ব্যাপারে ইসলামিক ফকীহ ও স্কলারদের ফতোয়া হলো- সেখানের মুসলিমরা মক্কা নগরীর সময় কিংবা নিকটতম মুসলিম দেশের সময় অনুসরণ করে রোজা রাখবেন। তথ্যসূত্র : আলজাজিরা আরবি।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন