ভূমিকম্পে পাকিস্তানে অন্তত দুইজনের মৃত্যু

  22-03-2023 03:40AM

পিএনএস ডেস্ক : পাকিস্তানের ইসলামাদ, পেশোয়ার ও লাহোরসহ বেশ কিছু জায়গায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুজন নিহত ও ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রদেশটিতে অন্তত ৮টি বাড়ি ক্ষতিগ্রস্তের তথ্য মিলেছে।

মঙ্গলবার রাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের বরাতে ডন অনলাইনে এ তথ্য জানায়।

পাকিস্তানের আবহাওয়া অধিদফতর জানায়, দেশটির বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাত ৯টা ৪৭ মিনিটে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জরুরি ব্যবস্থাপনা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলেছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, আফগানিস্তানে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। তাজিকিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের জুরম শহরের ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব এলাকায় ১৮৭ দশমিক ৬ কিলোমিটার ভূগর্ভে এর উৎপত্তি। অন্যদিকে ভারতের বিভিন্ন জায়গায়ও ভূকম্পন অনুভূত হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন