যেসব দেশে রোজা শুরু কাল

  22-03-2023 05:18PM

পিএনএস ডেস্ক : মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশে স্থানীয় সময় মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যায়নি। সেই হিসাবে শাবান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। এতে করে সেসব দেশে আগামীকাল বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে। বৃহস্পতিবার রোজা-এমন কয়েকটি দেশের নাম উল্লেখ করা হলো-

ইরাক : ইরাকের ফিকাহ বোর্ড ঘোষণা করেছে, বুধবার শাবানের ৩০তম দিন এবং বৃহস্পতিবার দেশটিতে পবিত্র রমজান শুরু হচ্ছে।

ফিলিস্তিন : আলকুদসের (জেরুসালেম) গ্র্যান্ড মুফতি জানিয়েছেন, মঙ্গলবার ফিলিস্তিনের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় রমজানের প্রথম দিন হবে বৃহস্পতিবার।

সংযুক্ত আরব আমিরাত : সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার শাবান মাসের শেষ দিন। রোজা শুরু বৃহস্পতিবার।

কুয়েত : বৃহস্পতিবার প্রথম রোজা বলে ঘোষণা করেছে কুয়েত।

বাহরাইন : বাহরাইনে বুধবার শাবান শেষ হবে। রমজানের প্রথম দিন বৃহস্পতিবার।

মিসর : মিসরের দারুল ইফতা জানিয়েছে, বৃহস্পতিবার রমজান শুরু হচ্ছে।

সিরিয়া : সিরিয়ার ফিকাহ বোর্ডের সূত্রে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার রোজার প্রথম দিন।

ইয়ামেন : ইয়ামেনের আওক্বাফ কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সেদেশের আকাশে নতুন চাঁদ ওঠেনি। সেজন্য রোজার শুরু বৃহস্পতিবার।

এছাড়াও কাতার, সৌদি আরব, সুদান, লেবানন, তিউনিসিয়া, লিবিয়া, ওমানেও পবিত্র রমজানের প্রথম দিন বৃহস্পতিবার।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন