পিএনএস ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষে ভিক্ষাবৃত্তি নিয়ে কড়াকড়ি হওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নতুন করে দেশটি সতর্কতা জারি করে বলেছে, যারা ভিক্ষা করবে তাদের কঠোর শাস্তি দেয়া হবে।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী, ভিক্ষা একটি শাস্তিযোগ্য অপরাধ। কেউ এ অপরাধ করলে তাকে তিন মাসের জেল অথবা সর্বোচ্চ ৫ হাজার দিরহাম জরিমানা করার বিধান রয়েছে। যা বাংলাদেশি অর্থে প্রায় দেড় লাখ টাকার সমান।
আমিরাতের পাবলিক প্রসিকিউশন জোর দিয়ে বলেছে, যে কোনোভাবে ভিক্ষা করা কঠোরভাবে নিষিদ্ধ। আর যাদের ভিক্ষা করার অপরাধে ধরা হবে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে।
পাবলিক প্রসিকিউশন আরও সতর্কতা দিয়ে বলেছে, যদি স্বাস্থ্যবান কেউ ভিক্ষা করেন, জীবন চালানোর উপায় থাকা সত্ত্বেও ভিক্ষা করেন, আহত বা প্রতিবন্ধী সেজে করুণা পাওয়ার চেষ্টা করেন অথবা তৃতীয় কোনো পক্ষকে সহায়তা করার নাম করে সাহায্য তোলার সময় ধরা পড়েন তাহলে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া হবে-সেটি সত্যিকারের ভিক্ষুকদের যে শাস্তি দেয়া হয় তার চেয়েও কঠিন হবে।
সম্প্রতি দুবাই পুলিশ এক সংবাদ সম্মেলনে জানায়, গত রমজান মাসে ৬০৪ জনকে আটক করেছিলেন তারা। এর মধ্যে ৩৮২ জন ছিলেন ভিক্ষুক। আর ২২২ জন ছিলেন অবৈধ ব্যবসায়ী, যারা অনুমতি ছাড়া ফুটপাত বা রাস্তায় রমজান উপলক্ষে ব্যবসা করার চেষ্টা করেছিলেন।
পিএনএস/শাওন
রোজায় ভিক্ষা করলে দেড় লাখ টাকা জরিমানা, ৩ মাসের কারাদণ্ড
26-03-2023 07:00PM
