পাকিস্তানকে সুখবর দিল ইইউ

  29-03-2023 10:00PM

পিএনএস ডেস্ক : ‘উচ্চ ঝুঁকিপূর্ণ তৃতীয় দেশের তালিকা’ থেকে পাকিস্তানের নাম বাদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফলে পাকিস্তানের ব্যবসায়ী ও ব্যক্তিরা আর আঞ্চলিক সংস্থার আইনি ও অর্থনৈতিক প্রতিবন্ধকতার শিকার হবেন না।

আজ বুধবার ২৭ দেশের সংগঠন ইউরোপীয় ইউনিয়নের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ইইউ কর্তৃপক্ষ পাকিস্তানকে সেসব দেশের তালিকা থেকে সরিয়ে দিয়েছে যেসব দেশের অ্যান্টি মানি লন্ডারিং বা কাউন্টারিং দ্য ফাইন্যান্সিং অব টেরোরিজম (এএমএল/সিএফটি) ব্যবস্থায় কৌশলগত ঘাটতি রয়েছে। এ ঘাটতিকে গুরুত্বপূর্ণ হুমকি মনে করে ইউরোপীয় ইউনিয়ন।

পাকিস্তানি সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) অর্পিত প্রবিধান অনুসারে, নিকারাগুয়া, পাকিস্তান এবং জিম্বাবুয়ে তাদের নিজ নিজ এএমএল/সিএফটি শাসন ব্যবস্থায় কৌশলগত ঘাটতিগুলো প্রতিকারের ব্যবস্থা করেছে। ফলে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার জন্য দেশগুলো আর হুমকি নয়।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন