বাখমুত থেকে ওয়াগনার সেনা প্রত্যাহার শুরু

  25-05-2023 04:52PM

পিএনএস ডেস্ক : ইউক্রেনের বাখমুত শহর থেকে রুশ সমর্থিত ওয়াগনার বাহিনীর সেনাদের প্রত্যাহার করে নেওয়ার কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বাহিনীটির পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।

ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন, পহেলা জুনের মধ্যে বাখমুত থেকে সব সেনা প্রত্যাহার করে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন। যদিও কিয়েভ বলছে, এখনো বাখমুতের কিছু অংশ দখল করে আছে ইউক্রেনের সেনারা।

তবে ওয়াগনার প্রধান বাখমুতের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়ে জানিয়েছিলেন, তার বাহিনী শহরটিকে নিয়মিত রুশ সেনাদের কাছে হস্তান্তর করবে। সেই ঘোষণা অনুযায়ী ২৫ মে থেকে পহেলা জুনের মধ্যে বাখমুত থেকে ওয়াগনার সেনাতের প্রত্যাহার করা হবে।

এই যুদ্ধে ওয়াগনার বাহিনীর ২০ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন প্রিগোজিন।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন