নির্বাচনে জয়, যা বললেন এরদোয়ান

  29-05-2023 01:26AM

পিএনএন ডেস্ক : তুরস্কের ভোট গণনা প্রায় শেষের দিকে। দেশটির গণমাধ্যম টিআরটির প্রতিবেদনে বলা হয়েছে এরইমধ্যে ৯৯ শতাংশ ভোট গণনার কাজ শেষ হয়েছে। এতে ৫২.০৭ শতাংশ ভোট পেয়ে বেসরকারিভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এরদোয়ান।

জয়ের খবর নিশ্চিত হওয়ার পরই ইস্তাম্বুলে ভোটারদের সামনে কথা বলেছেন এরদোয়ান। তিনি দেশটির সব জনগণকে ধন্যবাদ দিয়েছেন।

এরদোয়ান বলেছেন, ‘দ্বিতীয় দফা নির্বাচন শেষ করেছি আমরা। জনগণ আমাদের পক্ষে ভোট দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আল্লার ইচ্ছায় আমরা মানুষের আস্থা অর্জন করতে পেরেছি এবং গত ২১ বছর ধরে ক্ষমতায় আছি।’

তিনি বলেছেন, তার দেশের ৮৫ মিলিয়ন (সাড়ে আট কোটি) মানুষের জয় হয়েছে। তার মতে এই নির্বাচনে আসলে তুরস্কেরই জয় হয়েছে। বলেছেন, তার দেশকে কেউ লক্ষ্য থেকে সরাতে পারবে না।

সূত্র: আল জাজিরা, টিআরটি

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন