রাষ্ট্রোদ্রোহিতার অভিযোগে প্রখ্যাত রুশ বিজ্ঞাীর বিচার শুরু

  02-06-2023 03:54PM


পিএনএস ডেস্ক: রাষ্ট্রোদ্রোহিতার অভিযোগে প্রখ্যাত এক রুশ বিজ্ঞানীর বিচার শুরু হয়েছে। এই বিজ্ঞানী রাশিয়ার শীর্ষ তিন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞের অন্যতম হিসেবে পরিচিত ছিলেন। তিনজনকেই গ্রেফতার করা হয়েছে। তবে বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে কঠোর নিরাপত্তার মধ্যে আনাতলি ম্যাসলোভের বিচার শুরু হয়। তিনি অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেছেন।

আনাতোলি ম্যাসলোভ সাইরেয়ান নগরী নোভোসিবিরস্কের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। ক্রেমলিন তার বিরুদ্ধে 'খুবই মারাত্মক অভিযোগ' করেছে।

'টপ সিক্রেট' হিসেবে মিডিয়া ও সাধারণ মানুষের কাছে গোপন করা এই বিচারের শুরুতেই বলা হয়, ম্যাসলভের আইনজীবী বিচারপ্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না।

তবে তার আইনজীবী তার বয়স এবং স্বাস্থ্যগত সমস্যার কথা জানিয়েছেন।

ম্যাসলভের (৭৬) ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এই ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং গত জুনে গ্রেফতারের পর থেকে হাসপাতালে ছিলেন।

ম্যাসলভ অধ্যাপক ছিলেন এবং রাশিয়ার শীর্ষ বৈজ্ঞানিক কেন্দ্র খ্রিস্টিয়ানোভিচ ইনস্টিটিউট অব থিওক্রেটিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাকানিক্সের গবেষক ছিলেন।

রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ বেশি দ্রুত ছুটতে পারে। সূত্র : আল জাজিরা

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন