পিএনএস ডেস্ক : তুরস্কের তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। স্থানীয় সময় শনিবার দুপুর ২টায় গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে শপথ নেবেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে। এসময় ৭৮টি দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা যোগ দেবেন।
প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে অনুষ্ঠানে ২১ জন রাষ্ট্রপ্রধান, ১৩ জন প্রধানমন্ত্রী, পাশাপাশি সংসদীয় ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি এবং অর্গানাইজেশন অব তুর্কিক স্টেটস (ওটিএস), ন্যাটো, ইসলামিক সহযোগিতার (ওআইসি) এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আঙ্কারার ‘প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে’ শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। আঙ্কারার কানকায়া প্রাসাদে প্রেসিডেন্ট এরদোয়ান কর্তৃক আয়োজিত একটি আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন তিনি। উচ্চপর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।
এরদোয়ান গত রোববার প্রেসিডেন্ট নির্বাচনে ৫২ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিলের প্রকাশিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী বিরোধী প্রার্থী কামাল কিলিকদারোগ্লু পেয়েছেন ৪৭ দশমিক ৮২ শতাংশ ভোট।
পিএনএস/এমবিবি
আজ শপথ নিবেন এরদোয়ান
03-06-2023 04:41PM
