ওমরায় নারীদের পোশাক নিয়ে নতুন নির্দেশনা

  15-09-2023 11:19PM

পিএনএস ডেস্ক : ওমরাহ করতে কাবা শরীফে যাওয়া নারীরা কেমন পোশাক পরবেন তা নিয়ে নির্দেশনা দিয়েছে সৌদি সরকার।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদির ওমরাহ ও হজ মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে,ওমরাহ পালনের সময় নারীরা চাইলে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো পোশাক পরতে পারবেন। তবে সেটি অবশ্যই নির্ধারিত নিয়ম-নীতির মধ্যে হতে হবে। নারীরা যে পোশাকই পরেন না কেন, সেটি অবশ্যই ঢিলেঢালা হতে হবে, শরীরে কোনো ধরনের অলংকার থাকতে পারবে না এবং শরীর সম্পূর্ণভাবে ঢাকা থাকতে হবে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন