পিএনএস ডেস্ক: ছয়দিনের সফর শেষে রাশিয়া ছেড়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। রোববার (১৭ সেপ্টেম্বর) সাঁজোয়া ট্রেনে করে মস্কো ছাড়েন কিম।
রাশিয়ার সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে এএফপি জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে উপহার হিসাবে কিমকে পাঁচটি বিস্ফোরক ড্রোন, একটি রিকনেসান্স ড্রোন ও একটি বুলেটপ্রুফ ভেস্ট দেন প্রিমোরিয়ে অঞ্চলের আঞ্চলিক গভর্নর। পাঁচটি বিস্ফোরক ড্রোনই ইরানের কামিকাজ মডেলের।
তবে কিম জং উনের এই সফর মূলত সামরিক বিষয়ের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছে। আর সফরটি পশ্চিমাদের ভয়কে উসকে দিয়েছে। সফরে কোনো ধরণের অস্ত্র চুক্তি হলে মস্কো ও পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে নিষোধাজ্ঞা দেওয়া বলে হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমারা।
পিএনএস/ এসএস
বিস্ফোরক ড্রোন উপহার নিয়ে রাশিয়া ছাড়লেন কিম
17-09-2023 08:28PM